ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ৮ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ফেনীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ৮ জনকে জরিমানা

ফেনী: ফেনীতে ফুটপাত দখল ও রাস্তায় অবৈধ পার্কিং করায় আটজনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থ বাংলানিউজকে জানান, বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযানে বের হয়।

এ সময় মহিপাল জিরো পয়েন্টে ফুটপাত দখল ও রাস্তায় অবৈধ পাকিং করায় মো. টিপুকে ২ হাজার টাকা, মো. অনিককে ২ হাজার, জিল্লুর রহমানকে ২ হাজার, ফিরোজ মিয়াকে ২ হাজার, সাহাব উদ্দিনকে ২ হাজার, মো. সুমনকে ২ হাজার, মো. আলা উদ্দিনকে ২ হাজার এবং আবুল কাশেমকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ফুটপাত দখল ও রাস্তায় অবৈধ পার্কিং বন্ধে এবং জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।