ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামের চরাঞ্চলে ২২ মাসে ২৫৯টি বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
কুড়িগ্রামের চরাঞ্চলে ২২ মাসে ২৫৯টি বাল্যবিয়ে বন্ধ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে চরাঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত ২৫৯টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

চরের জনগোষ্ঠীর সামাজিক সচেতনতা বাড়াতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান।

ইনক্লুসিভ সিটিজেনশিপের ডাইরেক্টর আয়েশা তৌসিন খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, ইনক্লুসিভ সিটিজেনশিপের ডিজিএম আহমেদ তৌফিকুর রহমান, সিনিয়র ম্যানেজার আবু মোহাম্মদ শিহাব, ম্যানেজার মাহাবুবুর রহমান ভূঁইয়া, ফিল্ড অপারেশন রফিকুজ্জামান পল্লব প্রমুখ।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রাম ও গাইবান্ধার ৬৫টি চরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কারিগরি শিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো, আর্থিকসহ সামাজিক উন্নয়নে কাজ করছে দাতা সংস্থা এরিক্সজলপেন এবং ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও সুশাসন বিষয়ে সচেতনা বাড়াতে কুড়িগ্রাম সদরে ১৭টি, চিলমারীতে ১৭টি, রাজিবপুরে ৪টি এবং রৌমারীতে ৪টি চরে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। প্রকল্পের আওতায় কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন চরে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত ৩৫৫টি বাল্যবিয়ে বন্ধ করা হয়। এরমধ্যে কুড়িগ্রামে ২৫৯টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়:  ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এফইএস/এবি/ এইচএডি
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।