ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কসবার ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে রেলমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
কসবার ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে রেলমন্ত্রী আহতদের দেখতে ঢামেক হাসপাতালে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে আসেন তিনি। পরে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় তিনি আহতদের চিকিৎসার আর্থিক সহযোগিতায় করেন।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মুন্না মিয়া (২৫) মির্জা মোহাম্মদ সাইফুদ্দিন সৈকত (২৭) ও নিজাম মিয়া (২২)।

নিজামের বড় ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। বর্তমানে নরসিংদির মাধবদীতে থাকেন এবং সেখানে একটি প্রিন্টিংয়ের কাজ করে। তিনি চট্রগ্রাম বড় বোন আখিনুরের বাসায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

এর আগে সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার (বিকেল সাড়ে ৪টা) ১৬ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।