ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে দুস্থ ও মেধাবীদের আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
খাগড়াছড়িতে দুস্থ ও মেধাবীদের আর্থিক সহায়তা দুস্থ ও মেধাবীদের আর্থিক সহায়তা। ছবি: বাংলানিউজ 

খাগড়াছড়ি: জরুরি চিকিৎসা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মেধাবী শিক্ষার্থী, দরিদ্র ও দুস্থদের আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে চেক বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৬০ জনের মধ্যে ১০ লাখ ৫ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী টিটন খীসা ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এডি/কেএসডি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।