ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে তিন দিনে গৃহায়নের ৩০ একর ভূমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
দিনাজপুরে তিন দিনে গৃহায়নের ৩০ একর ভূমি উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বেদখল হয়ে যাওয়া জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে তিন দিনের প্রায় ৩০ একর ভূমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর উপশহরের লম্বাপাড়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।  

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিমউর রহমান ও মোহাম্মদ উল্লাহ এ অভিযানের নেতৃত্বে ছিলেন।

 

৮ নম্বর উপশহরের লম্বাপাড়া এলাকাটি দিনাজপুরে মাদকের আস্তানা হিসেবে পরিচিত রয়েছে।

দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, গত তিন দিন ধরে উপশহরের বিভিন্ন ব্লকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী সপ্তাহ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হবে। গত তিন দিনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বেদখল হয়ে যাওয়া সম্পত্তির মধ্যে প্রায় ৩০ একর সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপশহর এলাকার বিভিন্ন ব্লকের প্রায় সাড়ে ৪শ একর সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। যা আগামীতে উচ্ছেদ করা হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।