ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মাগুরা: মাগুরার শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আমেনা বেগম দ্বারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের মৃত তাছের আলী মোল্লার স্ত্রী।

মৃত বৃদ্ধার ছেলে সেকেন্দার মোল্লা বাংলানিউজকে জানান, আমেনা বেগম উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামে জামাই বাড়ি বেড়াতে যান। সকালে জামাই বাড়ি থেকে শিল্পি বেগমের সঙ্গে প্রতিদিনের মতো রাস্তায় হাঁটতে যান। তারা সানরাইজ মাধ্যমিক বিদ্যালয়ের মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে আমেনা বেগম ছিটকে পাকা রাস্তরা ওপর পড়ে মারাত্মক আহত হন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।