ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কেমিক্যাল দিয়ে কলা পাকানোয় আড়ত সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আড়াইহাজারে কেমিক্যাল দিয়ে কলা পাকানোয় আড়ত সিলগালা কেমিক্যাল দিয়ে কলা পাকানোয় আড়ত সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী বাজারে কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগে একটি কলার আড়ত সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

মো. উজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে গোপনে খবর আসে দীর্ঘদিন ধরে গোপালদী স্কুল রোড এলাকায় মোস্তফার কলার আড়তে কেমিক্যাল দিয়ে কলা পাকানো হয়।

এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। প্রথমে ক্রেতা সেজে জানতে চাওয়া হয়, কলা কীভাবে পাকানো হয়। এসময় মালিক মোস্তফা মশার কয়েল দিয়ে পাকানো হয় বলে জানান।

পরে দোকান তল্লাশি করে অনেকগুলো কেমিক্যালের বোতল উদ্ধার করা হয়। এই সুযোগে দোকান মালিক মোস্তফা পালিয়ে যায়। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কলার আড়ত সিলগালা করে দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।