ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আগৈলঝাড়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ দু'জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সেরাল নতুনহাট সড়কে রাস্তা পারাপারের সময় স্থানীয় জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা মোতাহার সন্যামত (৭০) নামে এক বৃদ্ধ মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেল চালক সুশান্ত শাহা ও মোতাহার সন্যামতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তীতে মোতাহারকে তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, কেউ এ দুর্ঘটনা বা মৃত্যুর খবর পুলিশকে জানায়নি।

অপরদিকে, বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের বারবাইকা গ্রামে সদ্য সন্তানপ্রসবকারী এক নারীর মৃত্যু হয়েছে। অনিতা বাড়ৈ (৩০) নামে ওই নারী  বারবাইকা গ্রামের দরিদ্র ভ্যানচালক সুমন বাড়ৈর স্ত্রী।

স্বজনরা জানান, বুধবার দিনগত রাতে নিজ বাড়িতে এক কন্যা সন্তান জন্ম দেন অনিতা। সন্তান প্রসবের পরপরই অসুস্থ হয়ে পরেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পরিবারের লোকজন অনিতাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমএস/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।