ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৯ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আড়াইহাজারে ৯ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নয় মামলার আসামি সেলিমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  

সেলিম জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মজুমপুর (কাজীপাড়া) গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সেলিম ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এর আগে তিনি একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আড়াইহাজার থানা পুলিশের একাধিক টিম তার শ্বশুর বাড়ি বৈলারকান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।