ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ এখন দক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ এখন দক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ এখন দক্ষ এবং দেশপ্রেমে উজ্জীবিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, আমি প্রায়ই বলে থাকি, আপনারা ১২ বছর আগে যে পুলিশ দেখেছেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দিক নির্দেশনায় যে পুলিশ তা এক নয়। এরা অত্যন্ত দক্ষ, দেশপ্রেমে উজ্জীবিত।

এ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন শেষে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনোয়ারুল আবেদিন তুহিন, কাজিম উদ্দিন ধনু, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, জাদু শিল্পী জুয়েল আইচ, জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

মন্ত্রী জেলা পুলিশ লাইন্সে চেতনায় অম্লান স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর জেলা পুলিশের মোবাইল অ্যাপ্লিকেশন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানার অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন করেন।

কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক সবই দমন করেছে পুলিশ। এখনো কিছু মাদক ব্যবসায়ী রয়ে গেছে। আমরা দেশকে মাদককে মুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগোচ্ছি। আমরা অবশ্যই দেশকে মাদকমুক্ত করবো।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।