ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষেতলালে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ক্ষেতলালে ৩ জনের কারাদণ্ড শ্যালো মেশিন পোড়ানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: নদী থেকে বালু উত্তোলন করায় জয়পুরহাটের ক্ষেতলালে তিনজনকে আটক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় দুটি ট্রাক্টর ও একটি শ্যালো মেশিন পুড়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর মালন্দ এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার রোয়াইর গ্রামের দুলাল হোসেন, ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামের সাদ্দাম হোসেন ও শিবু মণ্ডল।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান জানান, আটকরা দীর্ঘদিন থেকে নদী থেকে অবৈধভাবে বালু তুলে তা বিক্রি করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।