ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পলাশে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়ায় চলন্ত ট্রলি থেকে পড়ে রবিন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রবিন নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিন ওই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে ট্রলিচালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতো। সকালে ইসলামপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়ার ইটবোঝাই ট্রলি গাড়িতে হেলপারের দায়িত্বে ছিল রবিন। ট্রলিটি পূবালীর দিকে আসার পথে সান্তানপাড়ায় সড়কের একটি গর্তে চাকা পড়ে ঝাঁকুনি লাগলে রবিন নিচে সড়কে পড়ে যায়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রলিচালক লাবন রবিনের মরদেহ রেখেই পালিয়ে যান।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দসহ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।