ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহআলীতে ফেনসিডিলসহ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
শাহআলীতে ফেনসিডিলসহ আটক শাহআলীতে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ আটক মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর শাহআলী এলাকা থেকে ৩৪৫ বোতল ফেনসিডিল ও মিনি ট্রাকসহ কিয়ামত আলী (৩৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শাহআলীর তুরাগ সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহআলীর তুরাগ সিটি এলাকায় র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। এ সময় একটি মিনি ট্রাকের ড্রাইভার এর সিটের নিচ থেকে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আসামি ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার শাহআলী, দারুস সালাম ও গাবতলীর বিভিন্ন জায়গায় পাইকারী ও খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে থাকে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।