ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
মেহেরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মজিল হক নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এক মাস ২০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। নিহত মজিল হক সদর উপজেলার রাজাপুর গ্রামের আতর আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মগে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাজাপুর গ্রামে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে আসকার আলীর ছেলে আনারুলের সঙ্গে প্রতিবেশী শের খানের ছেলে লিজনের মারামারি হয়।
পরে উভয়পক্ষ এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নফর শেখের ছেলে নইমদ্দীনের নেতৃত্বে তার লোকজন হামলা চালালে মজিল হক ও ইজারুল হক নামে দুই ব্যক্তি আহত হন।
 
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।