ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

বগুড়া: বগুড়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বোরহান আলীকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বোরহান আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

তিনি বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে থেকে স্থানীয় এক ফটোকপির দোকানে কাজ করতো।

পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে বোরহান তার শ্বশুর বাড়িতে যায়। সেখানে তার শ্যালকের স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়ালগাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, ধর্ষককে আটকের পাশাপাশি ভিকটিমকে আমাদের হেফাজতে নিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
কেইউএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।