ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে ১০ শ্রমিক উদ্ধার, অপহরণকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
সুন্দরবন থেকে ১০ শ্রমিক উদ্ধার, অপহরণকারী আটক

বাগেরহাট: সুন্দরবনের দুবলার চর সংলগ্ন মাঝেরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে সাত কিশোরসহ ১০ জন শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় লেদু মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট দুবলার একটি টহল দল।

উদ্ধার হওয়া ১০ জন হলেন- রেণু, মানিক হোসেন, হৃদয়, টুটুল, আক্তার, আল-আমিন, আমির হোসেন, রিমন, আরিফ ও পারভেজ।

এদের মধ্যে সাতজন কিশোর এবং তিন জন প্রাপ্ত বয়স্ক রয়েছেন।  

আটক লেদু মিয়া চট্টগ্রামের বাশখালী উপজেলার কুচুরী গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহরণ হওয়া সাত কিশোরসহ ১০ জন শ্রমিককে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করা হয়।  

আটক ব্যক্তির নামে অপহরণ মামলা দিয়ে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ১০ জনকে থানায় হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে যার যার স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে বলেও জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।