ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিএনপি’র সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
খাগড়াছড়িতে বিএনপি’র সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সদর উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
 
সদর উপজেলা বিএনপি’র সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
 
অনুষ্ঠানশেষে বর্তমান সভাপতি অশোক কুমার মজুমদারকে পুনরায় সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এডি/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।