ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ধরা পড়ল ৫ মণ ওজনের পান পাতা মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
মেঘনায় ধরা পড়ল ৫ মণ ওজনের পান পাতা মাছ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে জেলেদের জালে ৫ মণ ওজনের একটি পান পাতা মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকেলে নদীতে জাল ফেলেন আলমগীরসহ তার সহযোগীরা।

পরে জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান তারা। এসময় জেলেরা আস্তে আস্তে জাল টেনে কৌশলে বিরল প্রজাতির পান পাতা মাছটি ধরতে সক্ষম হন। পরে সন্ধ্যায় মাছটি বিক্রি করতে নৈশ্য মৎস্য আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক মাছ ব্যবসায়ী রাজু বেপারীর কাছে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।  

মাছ ব্যবসায়ী রাজু মিয়া বাংলানিউজকে জানান, কোনো ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি মাছটি ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হতে পারে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।