ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিট)। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।

দেশটির শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে দুবাই এয়ার শোসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-৫৮৭’ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

দুবাই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে যাবেন।

সফরকালে রোববার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম ‘দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনীতে যোগ দেবেন। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আকাশে দ্বি-বার্ষিক এই এয়ার শো অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন>> সংযুক্ত আরব আমিরাত গেলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।