ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে পিস্তল-ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
কালীগঞ্জে পিস্তল-ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক  খরজামাল। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল ও ১০০ বোতল ফেনসিডিলসহ খরজামাল (৩২) নামে এক মাদকবিক্রেতা আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। 

শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে উপজেলার চন্দ্রপুর বাজার থেকে তাকে আটক করা হয়। খরজামাল কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলোর ছোট ভাই।



স্থানীয়রা জানায়, শনিবার রাতে র‌্যাব-৩ এর সদস্যরা কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও ১০০ বোতল ফেনসিডিলসহ খরজামালকে আটক করে।

এদিকে, ​র‌্যাব- ১৩ এর কন্ট্রোলরুম জানায়, মাদকবিক্রেতা খরজামালের আটকের বিষয়ে বিস্তারিত প্রেসবিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হবে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, একাধিক মাদক মামলার আসামি খরজামালের আটকের বিষয়টি স্থানীয়দের কাছে শুনেছি। তবে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি এখনো থানায় জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।