ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বাস উল্টে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
লক্ষ্মীপুরে বাস উল্টে আহত ২০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটি রামগতি থেকে লক্ষ্মীপুরগামী একটি লেগুনাকে সাইট দিতে গেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে নারীসহ অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লক্ষ্মীপুর সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।