ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী: নীলফামারীর ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় শরিফুজ্জামান দিদার (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী। 

রোববার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডিমলা-জলঢাকা সড়কের পচারহাট ময়দানের পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুজ্জামান ডিমলা শহরের জামান প্রেসের মালিক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন শরিফুজ্জামান। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী শরিফুজ্জামান গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার সময় মারা যায় শরিফুজ্জামান।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।