ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদকবিক্রেতার ৭ বছ‌রের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
বরিশালে মাদকবিক্রেতার ৭ বছ‌রের কারাদণ্ড

ব‌রিশাল: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দায়ের করা মামলায় লিটন সরদার নামে এক মাদকবিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ ন‌ভেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। লিটন সরদার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মিরাজ সরদারের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা যায়, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উজিরপুর জয়শ্রী গ্রাম থেকে লিটনকে আটক করে র‍্যাবের একটি দল। এসময় তার কাছে থেকে ৩১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই দিনই র‍্যাবের ডিএডি ইসমাইল করিম বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।

একই বছরের ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান। মামলায় ১১ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

বাংলা‌দেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১৭, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।