ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
মুজিবনগরে গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে গাঁজাসহ সাজেদুল ইসলাম (২০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) রাত ১০ টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার ঢোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে।

আটক সাজেদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর গ্রামের এজারুল ইসলাম ওরফে বগার ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, গাঁজা বিক্রির উদ্দেশে একজন মাদকবিক্রেতা ঢোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এ বিষয়ে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।