ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার আটক ডাকাতদলের সদস্য হান্নান। ছবি: বাংলানিউজ 

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মুটুকপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

উপজেলার মুটুকপুর হাওরে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাত একটায় হান্নান মিয়া (৪৫) নামে ডাকাতদলের ওই সদস্যকে আটক করা হয়।  এসময়, তার দলের আরও ১৫/২০ জন ডাকাত পালিয়ে গেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মুটুকপুর গ্রামে ডাকাতির খবর পেয়ে গোপন অভিযান চালায় পুলিশ। দিনগত রাতে ডাকাত দলটিকে ধাওয়া করলে হাওরের দিকে পালিয়ে যায় বাকি সদস্যরা।  

ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া গ্রিল কাটার মেশিন, ধারালো দা ও ছুরি উদ্ধার করা হয়েছে।

পরে, স্থানীয়দের সহায়তায় হান্নানকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে সদর উপজেলার আথানগিরী গ্রামের মৃত সবলা মিয়ার ছেলে।  

হান্নানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে জেরা করে বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান আলমগীর হোসেন।  

ডাকাতির ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বিবিবি/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।