ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে লবণ বিক্রি, ৫ দোকান সিলগালা-জরিমানা দেড় লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
বেশি দামে লবণ বিক্রি, ৫ দোকান সিলগালা-জরিমানা দেড় লাখ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে ৫ দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে ৮টি দোকান থেকে দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো. উজ্জ্বল হোসেন জানান, আমাদের কাছে খবর আসে গুজবের কারণে উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রি হচ্ছে। এ খবরে শুরু হয় অভিযান। অভিযানের সময় বেশি দামে লবণ বিক্রি করায় কালাবাড়ী বাজারে শহিদুল ইসলামের দোকানে ২০ হাজার, একই বাজারে ভাই ভাই স্টোরে ১০ হাজার ও মায়ের দোয়া স্টোরে ১০ হাজার টাকা, কামরানির চর বাজারে জাকির স্টোরে ৫০ হাজার, পাঁচরুখী বাজারে জামাল স্টোরে ২০ হাজার, এনামুল স্টোরে ২০ হাজার ও নাভিরা স্টোরে ৫০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।  

এছাড়া ও কামরানিরচর বাজারে ২টি, পাঁচরুখী বাজারে ২টি ও আড়াইহাজার বাজারে একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।  

অপরদিকে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন আড়াইহাজার পৌর বাজারের লিটনের দোকানে ৫০ হাজার ও কবিরের দোকানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।  

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।