ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজা সেবনের দায়ে বরিশালে দুইজনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
গাঁজা সেবনের দায়ে বরিশালে দুইজনের দণ্ড আটক করার সময় নুরুল ইসলাম ও সোহাগ ফরাজী।

বরিশাল: গাঁজা সেবন করার দায়ে বরিশালে মাদকসেবী দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন-বরিশালের সিঅ্যান্ডবি রোড কাজীপাড়া এলাকায় নুরুল ইসলাম (২৫) ও লঞ্চঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় সোহাগ ফরাজী (৩২)।

জেলা প্রশাসন বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, সকালে গাঁজা সেবনরত অবস্থায় নুরুল ইসলাম ও সোহাগ ফরাজীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে গাঁজা পাওয়া যায়।  পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মাদকদ্রব্য আইন অনুযায়ী মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের পরিদর্শক ফরহাদ হোসেন প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে অভিযান পরিচালনায় সহায়তা করেন করেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।