ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, সততা, নিষ্ঠা, আগ্রহ ও দেশপ্রেমের অংশ হিসেবে দেশে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত ‘উদ্দীপনামূলক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মৌলিক অধিকার গুলো থাকার পরেও নিরাপত্তা নিশ্চিত না হলে একজন মানুষ পরিপূর্ণ সুখী হতে পারে না, জীবনে শান্তি আসে না।

তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত পুলিশকর্তৃক সেবা-নিরাপত্তার প্রয়োজন রয়েছে।

উক্ত কর্মশালায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাস্টেট অ্যান্ড পিএমটি) রুনা লায়লার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোয়াজ্জেম হোসেন ভূঁঞাসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএস/পিএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।