ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
খুলনায় আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান

খুলনা: খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ...প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।  

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাংলানিউজকে জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।