ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সুমন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
কিশোরগঞ্জে সুমন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাজমিস্ত্রী সুমন মিয়াকে (১৮) শ্বাসরোধে হত্যার দায়ে বন্ধু রাজীব (১৮) ওরফে বুলবুলের  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন। এসময় মামলার একমাত্র আসামি রাজীব (১৮) ওরফে বুলবুল আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজীব ওরফে বুলবুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোণাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
  
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ জুলাই রাত ১০টার দিকে আসামি রাজীব ওরফে বুলবুল মোবাইল ফোনে কাজ আছে বলে তার বন্ধু সুমন মিয়াকে ডেকে চরটেকি নামাপাড়া গ্রামের একটি পতিত জমিতে নিয়ে যায়। এক পর্যায়ে আসামি রাজীব সুমনের সঙ্গে থাকা মোবাইল ফোন ও ২৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে সুমনের পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে তার হাত-পা বেঁধে মরদেহ একাই কাঁধে বহন করে তার চাচা আমিরুদ্দিনের বাথরুমের ট্যাংকির পাশে নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে দেহ ক্ষত-বিক্ষত করে মরদেহটি ট্যাংকিতে ফেলে দেয়। এ ঘটনায় গ্রামবাসী পরদিন সন্দেহবশত রাজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তার স্বীকারোক্তি মতে ট্যাংকি থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় ২০১৫ সালের ১২ জুলাই নিহতের মা শিউলী আক্তার বাদী হয়ে রাজীব ওরফে বুলবুলের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া আসামি রাজীব আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ২০১৬ সালের ১৮ এপ্রিল পুলিশ তদন্ত শেষে একমাত্র আসামি রাজীব ওরফে বুলবুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে এ রায় দেন বিচারক।
  
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. আব্দুস সালাম ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাভোকেট নূরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।