ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

মেহেরপুর: খড়ি পোড়ানোর অভিযোগে মেহেরপুরে দুইটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলার গাংনী উপজেলায় পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন অভিযান পরিচালনা করেন।

উপজেলার ধানখোলা রাস্তার পান্না ইটভাটার মালিক মোহাম্মদ মহসীনকে ৫০ হাজার ও দোয়েল ইটভাটার মালিক আমিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে খড়ি পোড়ানোর অভিযোগে মোবাইল কোর্ট আইন ২০০৯ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী ইটভাটা দুইটিতে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতেই ইটভাটা দুইটির মালিক টাকা পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এআর/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।