ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দু'পক্ষের  সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)  দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই গ্রামের মোজাহার (৪৫), মোজাহারের ছেলে মাসুম (২৫), মোতাহিয়াজ্জাহান (৩০), বদরুল আলম (৬৫), আনিছুর (৪০), রানা (৩৫), আল আমিন (২০) ও রায়হান (৩০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জমির আইল কাটা নিয়ে চাচা বদরুল আলমের সঙ্গে ভাতিজা আজাহার আলীর বাক-বিতণ্ডা হয়। পরে দুপুরে ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন।  

আহতদের  পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মুনতাসির মামুন শুভ বাংলানিউজকে জানান, আহতরা শঙ্কামুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যা পর্যন্ত কোনপক্ষ থেকেই থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।