ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে সাগর (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পরে এলাকাবাসী তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের বাবা নজরুল খান বলেন, আমার ছেলে সাগর আলম মার্কের এলাকায় এম্বডায়রি মেশিনের কাজ করে। সকালে কারখানা থেকে কাজ করে বাসায় ফেরার পথে কারা যেনো তাকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে দেখি ছেলে মারা গেছে। আমার ছেলের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। কে বা কারা তাকে মারলো বুঝতে পারছি না। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, নিহতের বুকে ও পায়ে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত নয়। বন্ধু-বান্ধবের কথাকাটির জেরে ছুরিকাঘাত হতে পারে। এঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।