ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
বরিশালে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ 

বরিশাল: বরিশাল নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমাথা এলাকার ব্রিজ পার হওয়ার সময় এমএস আল মদিনা কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অবস্থানরত মামুন, ইলিয়াস ও লালচাদ নামে তিনজনকে জিম্মায় রাখা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
 
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।