ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর ফকিরাপুলে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
রাজধানীর ফকিরাপুলে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘রহমানিয়া আবাসিক হোটেল’ থেকে গিয়াস (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বাংলানিউজকে জানান, নিহত গিয়াস চট্টগ্রামের রাউজান এলাকার নূর ইসলামের ছেলে।

তিনি ঢাকা-চট্টগ্রাম রোডের কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। গত ১ ডিসেম্বর তিনি ওই হোটেলে ওঠেন।

তিনি আরও জানান, রাতে হোটেল স্টাফরা বিভিন্ন কক্ষে খোঁজখবর নেন। এসময় তারা হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে গেলে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ মিলছে না। পরে খবর দিলে পুলিশ গিয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে গিয়াসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।