ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় জব্দ ৭৫ মণ জাটকা দুস্থদের মধ্যে বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
কলাপাড়ায় জব্দ ৭৫ মণ জাটকা দুস্থদের মধ্যে বিতরণ ট্রাকে পাওয়া গেছে ৭৫ মণ জাটকা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৭৫ মণ জাটকাসহ তনু এন্টারপ্রাইজের একটি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া পৌর শহর এলাকার একটি পাম্পে তেল নেওয়ার সময় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।  

এসময় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ট্রাকের লোকজন পালিয়ে গেলেও আবুল কালাম নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে উদ্ধার করা জাটকা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।