ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বালিভর্তি ট্রাক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
দৌলতপুরে বালিভর্তি ট্রাক উল্টে নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বালিভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের উপর উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাকটির নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরের আমদহ গ্রামের মানিক ফকির (৬৫) ও একই এলাকার মরিয়ম পারটেক্স কারখানার কর্মচারী আব্দুর রহিম (৪৫)।

এরমধ্যে রহিমের বাড়ি কুষ্টিয়া শহরে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বালিভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমদহ গ্রামের রাস্তা সংলগ্ন মানিক ফকিরে টিনের ছাপড়া ঘরের ওপর উল্টে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক উল্টে ঘরের নিচে চাপা পড়া মানিক ফকির ও আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।