ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংগ্রামের খবরের প্রতিবাদ করায় হুমকি, অঞ্জন রায়ের জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
সংগ্রামের খবরের প্রতিবাদ করায় হুমকি, অঞ্জন রায়ের জিডি অঞ্জন রায়। ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে দৈনিক সংগ্রামে খবর প্রকাশের প্রতিবাদ করায় হুমকি পেয়েছেন জিটিভির সম্পাদক অঞ্জন রায়।

শনিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে অঞ্জন রায় উল্লেখ করেন, আমি গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আমার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দৈনিক সংগ্রাম পত্রিকায় কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেই।

এরপর থেকে জামায়াত-শিবিরের কর্মীসহ কিছু মানুষ সোশ্যাল মিডিয়া ও সরাসরি আমাকে হুমকি দিয়ে চলেছে।

‘এই পরিস্থিতিতে আমি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াতের সেক্রেটারি ড. শফিকুর রহমান, জামায়াতের আমীর মকবুল আহমেদ, ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন, ছাত্রশিবিরের সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করছি। ’

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক অঞ্জন রায় ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে জিডি (নং-৮৯৫) করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
পিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।