ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
নাগেশ্বরীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কপিল উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

কপিল উদ্দিন উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে  নাগেশ্বরী উপজেলা সদরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৭টার দিকে কপিল উদ্দিন বাড়ির উঠোনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়।

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামটি ব্রহ্মপুত্র, দুধকুমার নদ ও গঙ্গাধর নদী বেষ্ঠিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় রাতে দগ্ধ শিশুকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।