রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালত যখন মিয়ানমারের সেনাদের অভিযুক্ত করছে, ঠিক তখন মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর সফর হলো।
ড. মোমেন বলেন, মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর বিশেষ প্রভাব রয়েছে। সে কারণে আমাদের সেনাপ্রধানের সফরের মধ্য দিয়ে ইতিবাচক প্রভাব তৈরি হবে।
‘আমাদের মনে রাখতে হবে মিয়ানমার আমাদের কোনো শত্রু দেশ নয়। মিয়ানমার আমাদের বন্ধুপ্রতীম দেশ। ’
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, নেদারল্যান্ডসের আদালতে বিচারের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ৮-১১ ডিসেম্বর মিয়ানমার সফর করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
টিআর/এএ