সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি গুলিস্তান এলাকায় থেকে ভিক্ষাবৃত্তি করতো।
ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা বাপ্পি বাংলানিউজকে বলেন, আমি ও তার স্ত্রী ভিক্ষা করি। গত এক সপ্তাহ ধরে আমাদের সঙ্গে থাকতো সেলিম। বিকেল ৩টার দিকে ফকিরাপুলে মোড়ে বসে ছিলাম আমি। তখন সেলিম দগ্ধ হয়ে শরীরে ব্যান্ডেজ করা অবস্থায় দৌঁড়ে আসে আমাদের কাছে। তখন সেলিম জানায় এক রিকশা চালক তার শার্টে আগুন ধরিয়ে দেয়। এতে সে দগ্ধ হয়। তবে ওই রিকশা চালককে সেলিম চেনে না। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শিশুটির শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এজেডএস/এনটি