ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে ২ যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
রাজধানীতে ছুরিকাঘাতে ২ যুবক আহত

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরদৌস (১৯) ও মিরপুর পল্লবীতে চোরের ছুরিকাঘাতে আশরাফুল ইমলাম অমিত (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ও রাত ৮টার মধ্যে পৃথক এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুইজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহত ফেরদৌস গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের একটি জুতার দোকানের কর্মচারী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ চনপাড়ায়। অপরজন আশরাফুল ইমলাম অমিত মিরপুরে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। তিনি মিরপুর প্ললবী ১২ নম্বর বাসার আমিনুল ইসলাম ছেলে।

আহত ফেরদৌসের বন্ধু নাজমুল বাংলানিউজকে জানান, ফেরদৌস গাবতলী এলাকায় দোকানের পাওনা টাকা আদায়ের জন্য গিয়েছিলেন। সেখান থেকে টাকা নিয়ে ফেরার সময় গাবতলী বাস টার্মিনালে ৪/৫ জন ছিনতাইকারী তার ডান পায়ে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

অপরদিকে, আহত অমিতের চাচাতো ভাই ইরফান বাংলানিউজকে জানান, রাতে মিরপুর ১৪ নম্বর লাইনে একটি চোর ধরে এলাকাবাসী। তখন অমিত ওই চোর দেখতে যায়। চোর সেখান থেকে পালানোর জন্য তার সঙ্গে থাকা ছুরি বের করে এলোপাতাড়ি চালাতে থাকে। এতে অমিতের পেটে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ফেরদৌস ও অমিতকে জরুরি বিভগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌসের অবস্থা গুরুতর নয় তবে অমিতের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।