ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
বরিশালে পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের যাত্রা

বরিশাল: বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিভাগীয় পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

 

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এ কে এম এহসানউল্লাহ, বরিশালের পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামসহ ফিজিওথেরাপি ও ডেন্টাল ইউনিটের ডাক্তার এবং পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।