ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শিমুল (২০) ও জুয়েল (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নামাগেন্ডার মোল্লাপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সাভারের নামাগেন্ডার মোল্লাপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগীর মামলার ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিমুল ও জুয়েল সাভারের নামাগেন্ডা এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার রাতে সাভারের নামাগেন্ডা এলাকার মোল্লাপাড়ার একটি শাখা সড়ক দিয়ে যাওয়ার সময় শিমুল তার নিজ বাড়িতে তুলে নিয়ে যায় ওই গৃহবধূকে। পরে তাকে ভয়-ভীতি দেখিয়ে শিমুল ও জুয়েল ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয় তারা। পরে ভুক্তভোগী রাতে সাভার থানায় শিমুল ও জুয়েলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বাংলানিউজকে বলেন, ভুক্তভোগীকে নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।