বৃহস্পতিবার বিকেলে (১৯ ডিসেম্বর) জেলা সদরের চওড়া বড়গাছা এলাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছে একা মণি নামে এক শিশু। শিশুটির বাবার নাম একরামুল হক।
এদিকে তীব্র শীতে দুইদিনে জেলার বিভিন্ন হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।
নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্ম্মন জানান, আগুনে দগ্ধ শিশুটিকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।
শীতের তীব্রতায়, বিশেষ করে জেলার ডিমলা উপজেলার চরলাঞ্চের মানুষজন আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছে। তিস্তা বেষ্টিত ওইসব এলাকার শীতার্থ মানুষ শীত বস্ত্র বিতরণের অনুরোধ জানিয়েছে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত জানান, জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া আরো কম্বলের চাহিদা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএ/