শনিবার (২১ ডিসেম্বর) সকালে নভোএয়ার ও ইউএস-বাংলার ফ্লাইট দুটি ঠিক সময়ে ওঠানামা করলেও কিছুক্ষণ পরেই শুরু হয় শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইট কয়েকঘণ্টা দেরি হচ্ছে।
সৈয়দপুর-ঢাকা রুটে এ বিমানবন্দর থেকে প্রতিদিন ১১টি ফ্লাইট ওঠানামা করে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত লোকমান হাকিম জানান, এ পর্যন্ত সৈয়দপুরের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে কুয়াশার কারণে প্লেন ওঠা-নামা বিঘ্ন ঘটছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিআুজকে জানান, ঘন কুয়াশার কারণে প্লেন ওঠানামায় বিঘ্ন ঘটছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরএ