ঢাকা: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) এক বার্তায় অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এ শোক জানান।
এতে উপাচার্য বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে অসহায় লোকজন নিয়ে বাঁচার সংগ্রাম শুরু করেছিলেন স্যার ফজলে হাসান।
তিনি নিজের লন্ডনের চাকরি ছেড়ে বাড়ি বিক্রি করে সেই অর্থ নিয়ে অসহায়দের বেঁচে থাকার যুদ্ধে আত্মনিয়োগ করেছিলেন। নীরবে সাধারণ মানুষের দুঃখের সঙ্গী হয়ে ধীরে ধীরে বহু বছর ধরে বিরল নিষ্ঠা ও সততার সঙ্গে বিভিন্ন কর্মপন্থার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য গড়ে তোলেছিলেন ব্যাক।
‘তিনি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার প্রতিষ্ঠিত ব্রাক প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশসহ পৃথিবীর অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষকে সেবা দিয়ে আসছে। ফজলে হাসান আবেদের অবদান এ দেশের মানুষ চিরদিন মনে রাখবে। ’
ড. সামসুদ্দিন আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।