ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে বাসচাপায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সাভারে বাসচাপায় নারী নিহত

সাভার (ঢাকা): সাভারে বাসচাপায় জাকিয়া সুলতানা বিলকিস (২৮) নামে এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া সুলতানা বিলকিস খুলনার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফ বাংলানিউজকে বলেন, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়েন জাকিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার ও তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।