ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ‘ক্যান্টিন বন্ধুমহল’র শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
না’গঞ্জে ‘ক্যান্টিন বন্ধুমহল’র শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ: মানুষ মানুষের জন্য স্লোগান উপজীব্য করে নারায়ণগঞ্জের চাষাড়ায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ক্যান্টিন বন্ধুমহল’। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাষাড়ার এসআর এন্টারপ্রাইজ অফিসের প্রধান ফটকের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রয়াত যুবলীগ নেতা গোলাম সারোয়ার স্মরণে ক্যান্টিন বন্ধুমহলের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিকেএমইএ’র পরিচালক ও নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- ক্যান্টিন বন্ধুমহলের সদস্য নূরে আলম রিপন, শরিফ, ইসমাইল দেওয়ান বিদ্যুৎ, রনবীর রায়, রনক, শেখ মাহবুবুর রহমান, তারেক সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, লিটন সাহা, মো. আলী বুলবুল, শাহিন, সেলিম, আলমগীর হোসেন শাহিন, মো. শাহিন সরকার, রিয়াজ, নিয়াজ, রতন, রঞ্জন, কামরুল, রিপন মামা, লিটন চাচা, সুজন, আব্দুল হালিম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে শাহাদাত হোসেন বলেন, শীতার্তদের মধ্যে আরো আরো শীতবস্ত্র বিতরণের জন্য আমি এখনই বিত্তবানদের আহ্বান জানাই। দেশে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে দ্রুত শীতবস্ত্র বিতরণ করা উচিত।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।