ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর শ্যামপুর ধুলাইপাড় গীত-সংগীত সি‌নেমা হ‌লের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শরিফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পৌনে ১টায় মৃত ঘোষণা করেন।

নিহতর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামে। ধুলাইখালে চেইন রিপেয়ারিংয়ের দোকান আছে তার। ওই এলাকাতেই থাকতেন তিনি।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসান বাংলানিউজকে জানান, গীত-সংগীত সিনেমা হলে সামনে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।